7150

09/22/2024 মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান

মাঠেই নামাজ পড়লেন রিজওয়ান

রাজটাইমস ডেস্ক

২৫ অক্টোবর ২০২১ ১৮:৪৬

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ওই ম্যাচে রিজওয়ানের পাশাপাশি অধিনায়ক বাবর আজম, পেসার শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মাঠে রিজওয়ান নামাজ পড়ছেন। এ সময় কাছেই দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ভিডিওটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়।

সামাজিক মাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পানি পানের বিরতির সময় রিজওয়ান নামাজ আদায় করেন।

তার মাঠে নামাজ পড়াকে প্রশংসা করেছেন অনেকেই। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার সর্বশক্তিমানের কাছে রিজওয়ানের নতজানু হওয়ার প্রশংসা করে বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সামনে নিজের মাথা নত করেন, তিনি তাকে অন্য কারো কাছে ওই মাথা নত করতে দেন না।'

রোববার প্রথমবারের মতো ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে এর আগে ১২ ম্যাচে দুই দলের লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছে ভারত। ১৩তম দেখায় এসে জয় পেল পাকিস্তান।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২-এ রোববার ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দু’দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ভার্সনে ১০ উইকেটে ম্যাচের ফলাফল নিষ্পত্তির ঘটনা এবারই প্রথম ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]