7151

09/22/2024 প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে- রাবি উপাচার্য

প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে- রাবি উপাচার্য

কে এ এম সাকিব

২৬ অক্টোবর ২০২১ ০৩:৫২

প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে। একটি তার নিজের দেশের প্রতি অন্যটি বিশ্ব মানবতার প্রতি। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে পারি। এখানে কোনো সাম্প্রদায়িক চেতনাধারীদের ঠাঁই হবে না।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ও সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

সোমবার (২৫ অক্টোবর ২০২১) সকাল ১১টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব

উক্ত মানববন্ধনে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তারেক নুরের সঞ্চালনায় রাবি উপাচার্য আরও বলেন,
'বর্তমানে ওয়াজ মাহফিলে ফতোয়াদান, নারীদের প্রতি অসম্মান করে কথা বলা, গানকে হারাম ঘোষনাসহ বিভিন্ন ভাবে অসাম্প্রদায়িক মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। ১৯৭৫ পরবর্তী শিক্ষা কারিকুলামে ধর্মকে অযাচিত ভাবে ব্যবহার করে সমাজকে উল্টো দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলা গড়তে বাচ্চাদের মধ্যে অসাম্প্রদায়িকতার বীজ বপন করতে হবে।

ব্যস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, এই ঘটনা গুলো পিছনে নানা মহলের সার্থ জড়িত থাকে এজন্য তেমন তদন্ত হয় না। এই ঘটনা গুলোর সর্বোচ্চ তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে । দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ আইন তৈরী করতে কবে। যাতে কুমিল্লার মতো ঘটনা ঘঠলেই তা যে দ্রুত বন্ধ করা যায়। এই ঘটনা যদি যোগাযোগ মাধ্যেমে ১০ মিনিটে বন্ধ করা যেত তাহলে দেশে এমন অরাজকতা ঘটত না।

বক্তারা আরো বলেন, ধর্মকে পুঁজি করে সংঘটিত সকল ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম,জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান,প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী প্রমূখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]