7186

05/02/2024 প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড নিশ্চিত করতে তথ্য চেয়েছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড নিশ্চিত করতে তথ্য চেয়েছে সরকার

রাজটাইমস ডেস্ক:

২৯ অক্টোবর ২০২১ ০৭:২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড নিশ্চিত করতে তথ্য চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। এর আলোকে গত ৫ মে’র মধ্যে সারাদেশে কর্মরত সব সহকারী শিক্ষকের বেতন উন্নীত স্কেলে নির্ধারণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কার্যক্রমটি এখনও বাস্তবায়ন না হওয়ার অভিযোগ রয়েছে মাঠপর্যায় থেকে। এ কারণে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অফিস আদেশে সহকারী শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ কার্যক্রম বাস্তবায়ন না হওয়ার কারণ উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।

অধিদফতর বরাবর হার্ডকপি ডাকযোগে এবং ইমেইলে ([email protected]) সফট কপি (পিডিএফ ফরম্যাট) পাঠানোর নির্দেশনা রয়েছে। অফিস আদেশে জেলা ও উপজেলা-থানা শিক্ষা অফিসারদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে উন্নীত স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হয়েছে এমন শিক্ষকের সংখ্যা, উন্নীত স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হয়নি এমন শিক্ষকের সংখ্যা, সহকারী শিক্ষকের অনুমোদিত পদসংখ্যা এবং কর্মরত সহকারী শিক্ষকের মোট সংখ্যা পাঠাতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]