7187

03/20/2025 বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার ট্রাম্পেলম্যান!

বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার ট্রাম্পেলম্যান!

রাজটাইমস ডেস্ক

২৯ অক্টোবর ২০২১ ১৭:৪৭

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটারদের আধিপত্য। তবে নামিবিয়ার বোলার রুবেন ট্রাম্পেলম্যান যেন অন্যরকম পারফরম করলেন! ইনিংসের প্রথম ওভার করতে এসেই রীতিমতো ধসিয়ে দেন স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারের পর তার বোলিং ফিগার ১-০-২-৩! ৪ বলে ৩ উইকেট নিলেন মাত্র ২ রান দিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি কেউ করে দেখাতে পারেননি।

বুধবারের ম্যাচে প্রথম ওভারেই স্কটল্যান্ডের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এ পেসার। প্রথম বলেই বোল্ড করেন ওপেনার জর্জ মুনসিকে। এর পর দুটি ওয়াইড বলের মাঝে একটি ডট বল করেন। পরের ২ বলে ২ উইকেট তুলে নেন ট্রাম্পেলম্যান। ফেরান কালাম ম্যাকলেয়ড ও রিচি বেরিংটনকে।

ট্রাম্পেলম্যানের এমন বিধ্বংসী প্রথম ওভারেই হেরে যায় স্কটল্যান্ড। আর ঘুরে দাঁড়াতে না পেরে ১০৯ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।
ট্রাম্পেলম্যান তার ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]