725

09/20/2024 থাকছে না রাতে চলাচলের বিধি-নিষেধ

থাকছে না রাতে চলাচলের বিধি-নিষেধ

রাজটাইমস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৭

বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশজুড়ে আরোপ করা হয় বিভিন্ন বিধি নিষেধ। এতদিন রাতের বেলা চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল তা আর থাকছে না।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদের জারি করা জনসাধারণের সার্বিক চলাচলের বিধি নিষেধে তা আওতামুক্ত রাখা হয়।

যেহেতু মন্ত্রণালয় রাতে চলাচলের বিষয়ে নতুন কিছু বলে নাই সেহেতু এই বিষয়টি আওতামুক্ত বলে জানায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ৩ আগস্ট মন্ত্রপরিষদের জারি করা রাতে চলাচলের বিধি সংক্রান্ত আদেশ ৩১ আগস্ট শেষ হয়। ৩ আগস্টের আদেশে বলা হয়েছিল– রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতিজরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার) বাড়ির বাইরে আসা যাবে না। যদি কেউ এ নির্দেশনা না মানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাতের চলাচলের পাশাপাশি বিধিনিষেধ উঠেছে হাটবাজার ও দোকান খোলার রাখার বিষয়েও। গত ৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হাটবাজার, দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় রাত ৮টা পর্যন্ত করা হয়। সোমবারের নতুন আদেশে হাটবাজার ও দোকান খোলা রাখার সময় নিয়ে কিছু বলা হয়নি।

তবে রাতে চলাচলের বিষয়ে মন্ত্রণালয়গুলো স্ব স্ব বিবেচনায় সিদ্ধান্ত নিবে জানান মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।

তিনি আরো জানান, প্রত্যেক মন্ত্রণালয়কে আলাদা আলাদাভাবে নির্দেশনা দেয়া হয়নি। তবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজন মনে করলে মন্ত্রিপরিষদ বিভাগে ফোন করে বা লিখিতভাবে পরামর্শ নিতে পারবে।

প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে দেশজুড়ে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে অফিস চলছে। প্রথম দিকে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চললেও এখন সবাইকে অফিস করতে হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হচ্ছে।

দোকানপাট খোলা রাখার বিষয়ে ভিন্ন অভিমত জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি এ বিষয়ে বলেন, করোনাভাইরাস শুরুর আগে রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ করতে হতো। যেহেতু আগের আদেশই বহাল আছে, তাই নতুন করে এ বিষয়ে কিছু বলা হয়নি।

দেশজুড়ে সর্বপ্রথম করোনা প্রাদুর্ভাব শনাক্ত করা হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় করোনাভাইরাসে। স্বাস্থ্য অধিদফতর করোনা থেকে বাঁচতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সর্বদা সতর্ক করে আসছে। এরই মধ্যে যানবাহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন উঠে গেছে। রেল চলাচল শুরু হচ্ছে পুরোদমে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]