03/20/2025 বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২১ ০৫:২২
“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঘায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে এ দিবস টি পালন করা হয়।
সকাল ১১ টায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুল মকিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, পল্লী চিকিৎসক ও সমবায় সমিতির সভাপতি আব্দুল লতিব মিঞা, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উত্তর গাওপাড়া সমবায় সমিতির সভাপতি লিটন ভুইয়া, ভারটেক্স সমবায় সমিতির সভাপতি রেজাউল হক প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সমবায় উপকার ভোগী বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশতাধিক সভাপতি ও সম্পাদক মন্ডলী-সহ স্থানীয় গনমাধ্যম কর্মী ও সুশিল সমাজের নেত্রীবৃন্দ। সব শেষে পাঁচজন সফল সমবায়ী উদ্যোক্তার হাতে ক্রেষ্ট দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়।