7264

03/28/2024 পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভা স্থগিত

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভা স্থগিত

রাজটাইমস ডেস্ক

৭ নভেম্বর ২০২১ ০৬:৫৬

পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভা স্থগিত করা হয়েছে। সন্ধ্যা ৬টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে, ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন নেতৃবৃন্দ। তবে তারা বৈঠক শেষে চলমান ধর্মঘট চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান ব্যস্ত করেন।

সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]