7268

09/08/2025 টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিক রাবাদার

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার প্রথম হ্যাটট্রিক রাবাদার

রাজটাইমস ডেস্ক

৭ নভেম্বর ২০২১ ১৮:৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কাগিসো রাবাদা। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত বোলিংয়ে ১০ রানের জয় পায় প্রোটিয়ারা।

শেষ ওভারে জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু রাবাদা তার দুর্দান্ত বোলিংয়ে একে একে তুলে নেন ওকস, মরগ্যান ও ক্রিস জর্ডানকে। আর এতেই জয় ফসকে যায় ইংল্যান্ডের।

রাবাদার এই হ্যাটট্রিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ। আগের তিন হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি, কার্টিস কাম্ফার ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। যেখানে লি বাদে বাকি তিন বোলারের হ্যাটট্রিক হয়েছে এই বিশ্বকাপেই!
প্রসঙ্গত, শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে প্রোটিয়ারা। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৪ রানে অপরজিত থাকেন রাসি ভ্যান ডার ডুসেন। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৯ রান তুলতে পারে ইংল্যান্ড।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]