7291

03/20/2025 অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল নিয়ে যা বললেন শোয়েব মালিক

অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল নিয়ে যা বললেন শোয়েব মালিক

রাজটাইমস ডেস্ক

৯ নভেম্বর ২০২১ ১৮:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান ক্রিকেট দল। গ্রুপ পর্বে নিজেদের পাঁচ ম্যাচে টানা জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেয়ামে নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

বাঁচা মরার এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা অলরাউন্ডার শোয়েব মালিক বলেন, অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। তবে আমরাও মাঠের লড়াইয়ের জন্য তৈরি। দুই দলের কাছেই এই ম্যাচটি খুবই কঠিন ম্যাচ। তবে এক জন ক্রিকেটার হিসাবে এই ধরনের ম্যাচের জন্য সব সময় তৈরি থাকি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাত্র ১৮ বলে এক চার ও ৬টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শোয়েব মালিক।

৪০ বছর ছুঁই ছুঁই বুড়ো মালিক সেমিফাইনাল ম্যাচের আগে বলেন, সেমিফাইনাল হলেও এই ম্যাচটিকে আরও একটা ম্যাচ হিসাবে ভাবছি আমরা। এখন থেকেই আমরা পরিকল্পনা তৈরি করছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব রকমের প্রস্তুতি নিয়েই মাঠে নামব।

১৯৯৯ সাল থেকে ক্রিকেট খেলে যাওয়া শোয়েব মালিক আরও বলেন, আমি প্রতিদিন কঠিন পরিশ্রম করি। চেষ্টা করি সব সময় ফিট থাকতে। পাকিস্তানের হয়ে খেলা সব সময় আমার কাছে গর্বের। তাই নিজেকে ফিটনেসের চরম সীমায় রাখার চেষ্টা করি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]