7319

03/14/2025 ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ

১৮ বছর পর মালদ্বীপকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৪ নভেম্বর ২০২১ ০৭:১৮

শ্রীলঙ্কায় মহেন্দ্র রাজাপক্ষে টুর্নামেন্টে মালদ্বীপকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলের ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ বছর মালদ্বীপের বিপক্ষে এই জয়খরা কাটাল বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়ে ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে। শনিবার অবশ্য ভাগ্য বিধাতা বাংলাদেশের দিকে তাকিয়েছে।

ম্যাচের ১২তম মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৩ মিনিটে সমতাসূচক গোলটি পায় মালদ্বীপ। পরে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮৭তম মিনিটে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে তপু বর্মণ গোল করেন। এই গোলে বাংলাদেশ ২-১ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]