7354

09/20/2024 পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠানো উচিত : তথ্য প্রতিমন্ত্রী

পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠানো উচিত : তথ্য প্রতিমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

১৭ নভেম্বর ২০২১ ১৯:৪৭

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. মুরাদ বলেন, ‘পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।’

এদিকে, বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়।
শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের চারদিকে জাতীয় পতাকা টানিয়ে তাদের ব্যাটিং-বোলিং প্র্যাকটিস অভিনব লাগছে এই কারণে যে, বাংলাদেশে আগে কখনো কোনো সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।

উল্লেখ্য, টাইগারদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া পাকিস্তানের ক্রিকেটাররা গত শনিবার সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছে। এখন ১৯ নভেম্বর শুরু হতে সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত দু’দলই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]