03/20/2025 বাঘায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২১ ০৫:৫০
রাজশাহীর বাঘায় ৭ পিচ ফেন্সিডিলসহ জিয়াউর রহমান জিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে মাদক বাঘা থানা পুলিশের এক বিশেষ অভিযান তাকে গ্রেফতার করা হয়।
বাঘা থানার পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে দিকে বাঘা মেডিকেল এলাকা থেকে মাদক বিক্রেতা জিয়াউর রহমান (৪০) কে ৭পিচ ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। মাদক ব্যাবসায়ী জিয়াউর রহমানের বাড়ি বাঘা পৌর এলাকার মিলিক বাঘা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান মাদক ব্যাবসায়ী জিয়াকে বুধবার (১৭ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।