03/28/2025 বাঘায় এসএসসি‘৯৩ ব্যাচের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২১ ০৬:২৫
রাজশাহীর বাঘায় এসএসসি‘৯৩ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) উপজেলা মনিগ্রাম টেকনিক্যাল কলেজে আমরা‘৯৩ এসএসসি, বাঘা, রাজশাহীর আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মিলনমেলার উদ্ধোধন করেন জয়পুরহাট কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুস্তম আলী।
অনুষ্ঠানের শুরুতে সকাল থেকে নিজের মাঝে কৌশল বিনিময়, পরিচিতি পর্ব ,স্মৃতিচারণ,আলোচনা শেষে দুপুরের খাওয়া পরে নিজেদের ৯৩‘ব্যাচের বন্ধুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজশাহী বিভাগের ৯৩‘ব্যাচের মিলনমেলা রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ,পাবনা নাটোর, নঁওগার ২‘শ ৫০ জন বন্ধু অংগ্রহন করে।