7467

05/13/2024 এখনো টেস্ট জেতার সুযোগ দেখছেন ডমিঙ্গো

এখনো টেস্ট জেতার সুযোগ দেখছেন ডমিঙ্গো

রাজটাইমস ডেস্ক

৩০ নভেম্বর ২০২১ ০৮:৩৪

পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট। এমন অবস্থায় পাকিস্তান হেরে যাবে, তা ভাবা বোকামিই। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর মতে, টেস্ট ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে। দ্রুত কয়েকটি উইকেট নিলে এখনো সুযোগ আছে কিছু একটা করার।

সোমবার দিনের খেলা শেষে ডমিঙ্গো মিডিয়া সেশনে বলেন, ‘প্রথম দুই দিন আমরা খেলেছি। তিন দিনের বেশির ভাগই ভালো ছিল, কিন্তু গতকালের শেষ সেশনে আমরা ভালো ব্যাট করতে পারিনি। এটা আমাদের বড় চাপের মধ্যে ফেলেছে। এটা দেখতে হতাশাজনক ছিল। প্রথম ইনিংসে আমরা প্রতিযোগিতামূলক স্কোর পেয়েছি। স্পিনার এবং সিমাররা ভালো বোলিং করেছে আমাদের লিড পেতে।’

তিনি আরও বলেন, ‘এই টেস্টে ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে আমি সত্যিই গর্বিত। যদিও খেলায় বেশ এগিয়ে পাকিস্তান। তাদের আরও ৯৩ রান দরকার, তাই বিশেষ কিছু লাগবে। টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। আগামীকাল প্রবল বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে আমাদের। কারণ আমাদের এখনও সুযোগ আছে। প্রথম আধঘণ্টার মধ্যে যদি আমরা এক বা দুটি উইকেট নিতে পারি, তাহলে যে কোনো কিছুই সম্ভব।’

 

 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]