75

05/20/2024 রাজশাহীতে অসচেতনতার দন্ড সোয়া লাখ টাকা

রাজশাহীতে অসচেতনতার দন্ড সোয়া লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

১২ জুন ২০২০ ০৭:৫৩

রাজশাহীর বিভিন্ন স্থানে ১৬৫ জনকে সোয়ালাখ টাকার অর্থদন্ডে দন্ডিতকরে ভ্রাম্যমাণ আদালত। এদের সবার বিরূদ্ধে অভিযোগ ছিল মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানা।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানান, বৃহস্পতিবার ১৬৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ১৬৫ টি মামলা দায়ের করে। এ সময় তাদের এক লাখ ২৫ হাজার ৪৫০ টাকা অর্থদন্ড করা হয়।
তিনি বলেন, মানুষকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে জেলাজুড়ে অভিযান শুরু হয়েছে। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে জরিমানা করা ছাড়াও মাস্ক বিতরণ করা হচ্ছে। যারা মাস্ক না পরে বের হয়েছে বা না পড়ে ঝুলিয়ে রেখেছে অথবা পকেটে রাখেছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে শাস্তি প্রদানের পাশাপাশি সাত হাজার ৫৬০টি মাস্ক বিতরণ করা হয় বলেও জানান তিনি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]