750

03/15/2025 রামেক হাসপাতালে ডাক্তার ও রোগীর স্বজনদের মারপিট

রামেক হাসপাতালে ডাক্তার ও রোগীর স্বজনদের মারপিট

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে শিক্ষানবীশ চিকিৎসক ও স্বজনদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত রোগীর ছেলে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


হৃদরোগের আক্রান্ত হলে সকাল ৮টায় রাকিবুলের মা পারুল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান। এতে ওই ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবীশ চিকিৎসকদের ওপর চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে চড়াও হন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।


দুপুরে তার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের মামলা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা।

আন্দালীব/5

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]