7514

03/14/2025 নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা

রাজটাইমস ডেস্ক

৫ ডিসেম্বর ২০২১ ০৬:২২

আগামী ৯ ডিসেম্বর দুই টেস্ট সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে লক্ষ্যে শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে টিমে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীমের তো দুই সিনিয়র ক্রিকেটার। মিরপুর টেস্টে অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয়ও আছে স্কোয়ার্ডে। মিরপুর টেস্টে প্রথমবারের মতো ডাক পাওয়া নাঈম শেখও ডাক পেয়েছেন নিউজিল্যান্ড সফরে।

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে বে ওভালের টাওরাঙ্গাতে। দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি শুরু ক্রাইস্টচার্চে।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]