03/16/2025 আমান ফিডের জমি-কারখানা বিক্রির নিলামে নিষেধাজ্ঞা
রাজ টাইমস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২৯
আমান ফিড লিমিটেডের জমি ও কারখানা বিক্রির জন্য আহ্বান করা নিলামে ক্রেতাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। একই সঙ্গে ৩১ আগস্ট নিলামের উপর কোম্পানি রিট করায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
কোম্পানিটির কাছে ২৬৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায় না করতে পেরে জামানত হিসেবে বন্ধক রাখা এসব সম্পত্তি বিক্রির জন্য নিলাম আহ্বান করেছিল ঋণদাতা এবি ব্যাংক লিমিটেড।
বুধবার, ২ সেপ্টেম্বর নির্ধারিত সময় শেষে দরপত্র জমা দেওয়ার বাক্স খোলা হয়। তখন দেখা যায় বাক্সে কোনো দরপত্র জমা পড়েনি।
এদিকে নিলামের বিরুদ্ধে আমান ফিডের করা এক রিটের প্রেক্ষিতে ৩১ আগস্ট হাইকোর্টে নিলামের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। পাশাপাশি আদালত কোম্পানিটিকে এবি ব্যাংকের পাওনা টাকা পরিশোধেরও নির্দেশ দেন বলে জানা গেছে।
অন্যদিকে কোম্পানির জমি ও কারখানা নিলামের খবরে পুঁজিবাজারে অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে আমান ফিডের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আবু সুফিয়ান/2