7568

09/21/2024 রাজশাহী নগর বিএনপি’র কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

রাজশাহী নগর বিএনপি’র কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২১ ০৩:০২

রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে গণপদত্যাগের হুমকি দিয়ে রবিবার সকালে সংবাদ সম্মেলন করেছে নগর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নবগঠিত রাজশাহী মহানগর বিএনপি’র ৯ সদস্য বিশিষ্ট একটি অচল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কর্মী বিচ্ছিন্ন, দীর্ঘদিন কর্মসূচী বিমুখ এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী বিতর্কিত ব্যক্তিবর্গকে নিয়ে বিতর্কিত এ কমিটি গঠিত। কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ইশা বিগত ২২ বছর বিএনপি’র কোন কর্মসূচির সাথে কোনরুপ কোন সম্পর্ক নাই। ১/১১ পরবর্তীতে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজশাহীতে শত শত নেতা কর্মীরা ডজন-ডজন মামলার আসামী হলেও তিনি সক্রিয় রাজনীতি না করার কারনে তার নামে কোন মামলা হয়নি। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় তথাকথিত সংস্কারবাদিদের দলে যুক্ত ছিলেন।

এছাড়া সদ্য অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী জেলার কাউন্সিলে দলীয় আইনজীবীরা তাকে বর্জন করায় ৩২ টি ভোট পেয়ে সভাপতি পদে লজ্জাজনক পরাজয় বরণ করেন। অপর দিকে সদস্য সচিব মামুনুর রশিদ মামুন একজন আওয়ামী লীগের এজেন্ট। বিগত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সরাসরি তার নিজ ১৩ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে এবং ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণাসহ সকল ধরনের কার্যকলাপ নিজস্ব দলবল সহকারে অংশ নেন।

তাদেরই (আওয়ামীলীগ) আঁতাত ও যোগসাজশে আওয়ামী লীগের পক্ষে বিএনপিতে এজেন্ট হিসেবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এছাড়া নেতৃবৃন্দ মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি অন্যান্য সদস্যদের প্রতিও সুনিদিষ্ট অভিযোগ তুলে ধরেন। তারা বিতর্কিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ত্যাগী ও জনপ্রিয় নেতৃবৃন্দ দিয়ে নতুন মহানগর কমিটি গঠনের জন্য জোর দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]