7571

01/27/2026 গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত

গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২১ ০৩:২৭

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এ ঘটনায় বাবা ঘটনাস্থলে এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন, আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)। তাদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি জানান, উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শশুরবাড়ি থেকে বাবা ছেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান। আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম মারা যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]