04/03/2025 মায়ের হাত-পা বেঁধে মেয়েকে অপহরণ
বাঘা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১ ০৮:৫৯
রাজশাহীর বাঘায় ঘুমন্ত মায়ের হাত-পা বেঁধে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুইজন। তাদের মধ্যে আতিকুর রহমান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা জায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ১৪ বছরের এক কিশোরী মেয়ের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের হাত-পা বেঁধে জোরপূর্বক হোসেনপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলীর ছেলে মাসুদ রানা (২২) ও তার বন্ধু আতিকুর রহমান অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীর মা বাদী হয়ে তাদের নামে অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলার দুই নম্বর আসামি আতিকুর রহমানকে বাঘা থানার এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোরের বাগাতিপাড়া এলাকা থেকে আটক করে। এ সময় কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বাঘা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।