03/15/2025 নগরীতে যুবকের আত্মহত্যা
রাজটাইমস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮
রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়াগ্রামে এই ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ব্যক্তি এলাকার নবাব আলীর ছেলে তৌফিক আহম্মেদ বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
তিনি জানান বুধবার রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় তৌফিক। সকালে ডাকা-ডাকি করলে কোন সারা-শব্দ পাওয়া যায়নি। পরে পরিবার জানালা দিয়ে দেখে রশির সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।
তবে কি কারণে তৌফিক আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি জানান তিনি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।