7649

03/12/2025 বেরোবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

বেরোবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

রাজটাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২১ ০৮:২০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় ২৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে উক্ত সভায় বেরোবি ভর্তি কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট মেম্বাররা অংশগ্রহণ করেন। এর আগে প্রথম দফায় গত ৩০ নভেম্বর ২০২১ হতে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহবান করা হয়।

প্রসঙ্গত, শুধুমাত্র GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আবেদন প্রক্রিয়াসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (brur.ac.bd) পাওয়া যাবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]