7654

03/18/2025 বিজয় দিবসে ছাত্রশিবিরের আনন্দ র‍্যালি

বিজয় দিবসে ছাত্রশিবিরের আনন্দ র‍্যালি

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২১ ০৬:১৫

৫০ তম বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় একটি সড়কে বিজয় র‍্যালি করেছে প্রায় বিলুপ্ত সংগঠন ছাত্রশিবির। একদিকে যখন আওয়ামী লীগসহ বাকি সংগঠনগুলো জাতীয় স্মৃতিসৌধের ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করছেন অন্য দিকে সড়কে র‍্যালি করছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে ইউনিক এলাকায় এ র‍্যালি করতে দেখা গেছে।

এ সময় দেখা গেছে, ঢাকা জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে 'বর্ণাঢ্য র‍্যালি'র একটি ব্যানার সামনে দিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তবে এই র‍্যালির কারণে সড়কে যানজট দেখা গেছে।

উল্লেখ্য, গত তিন/চার বছরে কোনো কার্যক্রমে দেখা যায়নি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের। হটাৎ করেই তাদের আজ দেখা গেছে।

সূত্র: বাংলানিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]