03/15/2025 সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনার পানি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৬
সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। টানা বর্ষণের কারণে এ নিয়ে পঞ্চম দফায় যমুনায় পানি বাড়া শুরু হয়েছে। তবে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে এবার আশঙ্কার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৯ মিটার। যা বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।
পাউবো সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, টানা দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনার পানি কমছিল। তবে অতিমাত্রায় বৃষ্টির কারণে আবারও পানি বাড়ছে। এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বাড়লেও শেষ ১২ ঘণ্টায় বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বৃষ্টিপাত কমলেই পানি কমবে।
কাফি/২