7663

03/13/2025 অধিনায়কের প্রস্তাব পেলে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন সাকিব

অধিনায়কের প্রস্তাব পেলে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন সাকিব

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২১ ০৭:৫১

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১১ সালের বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল। জাতীয় দলের হয়ে ৫০টি ওয়ানডে, ২১টি টি-টোয়েন্টি আর ১৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন সাকিব।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করায় এক বছর নিষিদ্ধ হন সাকিব। তার অবর্তমানে ২০১৯ সালে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে।

ফের জাতীয় দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে কি সিদ্ধান্ত নেবেন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। এখনও এ রকম কিছু আমার মাথায় নেই। যদি কখনও প্রস্তাব আসে, তখন এ নিয়ে আলোচনা হতে পারে, তারপর সিদ্ধান্ত। এখন এ নিয়ে ভাবছি না। আলহামদুলিল্লাহ আমার পারফরম্যান্স মোটামুটি ভালো হচ্ছে। আমার চেষ্টা এখন শুধু সেদিকে।

দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, আমি এটা বুঝি যে আমরা যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম, সেটা হয়নি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]