768

03/13/2025 ইউজিসিতে নিয়োগ পেলেন রাবি অধ্যপক

ইউজিসিতে নিয়োগ পেলেন রাবি অধ্যপক

রাজ টাইমস ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২০ ০০:২৬

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্রকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই বিষয়ে আদেশ জারি করে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে ইউজিসির সদস্য নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, চার বছরের জন্য তাদের ওই পদে নিয়োগ দেওয়া হলেও সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগে তাদের অব্যাহতি দিতে পারবে।

এতে আরো বলা হয়, তারা অধ্যাপক হিসেবে যে বেতনভাতা পাচ্ছিলেন কমিশনের সদস্য হিসেবেও সেই বেতনভাতা পাবেন। এর বাইরে ইউজিসি সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

কাফি/৪

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]