03/14/2025 ডব্লিউএইচওর ছাড়পত্র পেল করোনা টিকা কোভোভ্যাক্স
রাজটাইমস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১ ০৮:২১
ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
শুক্রবার এক বিবৃতিতে এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই টিকাটির মান, নিরাপত্তা, কার্যকারিতা ও (টিকা) প্রস্তুতকারী কোম্পানির টিকা উৎপাদনের পরিবেশ বিষয়ক পর্যালোচনামূলক তথ্য আমাদের দিয়েছে।’
‘এসব তথ্য যাচাই-বাছাই করে ডব্লিউএইচওর উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ডব্লিউএইচওর ছাড়পত্র পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ আবশ্যক, সেসব সন্তোষজনক ভাবেই পূরণ করেছে টিকার প্রস্তুতকারী কোম্পানি। এই টিকা ব্যাবহারে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি এবং বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যেতে পারে।’