7690

04/03/2025 বরখাস্তকৃত মেয়রের আস্থানা থেকে অস্ত্র উদ্ধার

বরখাস্তকৃত মেয়রের আস্থানা থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২১ ০৫:০৯

রাজশাহীর কাটাখালীর পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর আস্তানার পাশ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কাটাখালী বাজার সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে দুটি বস্তা ভর্তি রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ ২১ টি দেশীয় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার কর হয়।

কাটাখালী থানা পুলিশ জানায়, স্থানীয় প্রথমে দেশিয় এই অস্ত্রগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে এই দেশিয় অস্ত্রগুলো সেখানে রেখে চলে যায়। তবে কারা এগুলো রেখে গেছে তাদেরকে এখনো সনাক্ত করা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানা যাবে। তবে স্থানীয়রা জানায়, পাশেই ছিলো সাবেক আওয়ামীলী নেতা ও কাটাখালী পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর আস্তানা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]