04/03/2025 নির্মাণাধীন ভবনের ইট পড়ে শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২১ ০৩:৪৮
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবন থেকে ইট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নাম নাজিম উদ্দীন (৫০)।
রামেক হাসপাতালে সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাঁচতালায় কাজ চলাকালীন সময়ে নিচ থেকে উপরে ইট উঠানো হচ্ছিল। এ সময় পাঁচতলার ছাদ থেকে মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিক নাজিমের মাথায়। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।