7708

09/21/2024 ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

রাজটাইমস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২১ ০৬:২৬

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বেসরকারি এ সংস্থাটি বলেছে, এসব সহিংসতার ঘটনায় ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন।

একই সময়ে ১ হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬টি আর ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৪৬টি। ধর্ষণ-পরবর্তী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৯ জন। একই সময়ে ২১৩ নারী স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন।

১১ মাসে ৫৪৭ শিশু হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে যার মধ্যে ১২৮ জনের বয়স ছয় বছরের নিচে। ৭-১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫ জন। এসব ঘটনায় ২১৯টি মামলা হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১১ মাসে ১৯৩ জন সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন। ১৩ জন সাংবাদিক ক্ষমতাশীনদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলেও আসকের প্রতিবেদনে দাবি করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]