7712

09/20/2024 `যথার্থ পদক্ষেপের ব্যর্থতায় মনুষ্যসৃষ্ট বৃহৎ দুর্যোগ হবে আফগানিস্তান’

`যথার্থ পদক্ষেপের ব্যর্থতায় মনুষ্যসৃষ্ট বৃহৎ দুর্যোগ হবে আফগানিস্তান’

রাজটাইমস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২১ ০৬:৪১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ব যদি সময়মতো যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, তবে আফগানিস্তান মনুষ্যসৃষ্ট বৃহৎ দুর্যোগে পরিণত হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বিশেষ সম্মেলনে এই কথা বলেন তিনি।

আফগানিস্তানে চিকিৎসা, শিক্ষা ও মানবিক পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে উল্লেখ করে ইমরান খান বলেন, বিশ্বের উচিত আফগানিস্তানের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া।

তিনি বলেন, ‘যদি অনতিবিলম্বে কোনো পদক্ষেপ নেয়া না হয়, আফগানিস্তান বিশৃঙ্খলার মধ্যে পড়বে। যখন সরকারি কর্মচারী, চিকিৎসক ও নার্সদের বেতন দেয়া সম্ভব হবে না, তখন যেকোনো সরকারেরই পতন হবে। বিশৃঙ্খলা কারো সাথেই মানানসই নয়। নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সাথেও তা মানানসই নয়।’

এর আগে রোববার পাকিস্তানের ইসলামাবাদে ওআইসির সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম এই বিশেষ সম্মেলন শুরু হয়। পাকিস্তানের আহ্বানে আফগানিস্তানের বিষয়ে বিশেষ এই সম্মেলন চলছে।

২০ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ১০ দেশের পররাষ্ট্র উপমন্ত্রীসহ মোট ৭০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

সূত্র : জিও নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]