7716

05/02/2024 মঙ্গলে এবার জৈব অণুর সন্ধান

মঙ্গলে এবার জৈব অণুর সন্ধান

রাজটাইমস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২১ ০৭:১৬

নাসার পার্সিভিয়ারেন্স রোভার আবিষ্কার করছে জৈব অণু। আগ্নেয়গিরি মুখের পাথর আর ধূলিকণার অণুতে কার্বনের উপস্থিতি চিহ্নিত করতে পেরেছে পার্সিভিয়ারেন্স রোভারের শার্লক (স্ক্যানিং হ্যাবিটেবল এনভায়রনমেন্ট উইথ রামান অ্যান্ড লুমিনেসেন্স ফর অর্গানিক্স অ্যান্ড কেমিকেলস) নামের যন্ত্রপাতি।

তবে, মঙ্গলে ‘জৈব অণু’ আবিষ্কারের খবরে উচ্ছসিত হওয়ার সুযোগ কম বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। পার্সিভিয়ারেন্স রোভারের মূল উদ্দেশ্য হলো মঙ্গলের বুকে প্রাচীন জীবাণুর চিহ্ন খোঁজা। কিন্তু নাসা বলছে, “জৈব অণুর সন্ধান পাওয়ার মানে এই নয় যে, জেজেরোতে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। জৈবিক ও অ-জৈবিক উভয় পদ্ধতিতেই ওই জৈব অণুর সৃষ্টি সম্ভব।”

মঙ্গলের ভিন্ন একটি অঞ্চলে ‘গেল’ আগ্নেয়গিরি মুখে কাজ করছে নাসার কিউরোওসিটি রোভার। জৈব যৌগের সন্ধান পেয়েছে এই রোভারটিও। তবে নাসার রোভারগুলোর কোনোটিরই আবিষ্কার মঙ্গলে অতীতে কোনো সময়ে প্রাণের অস্তিত্ব ছিল– এমন অকাট্য প্রমাণ দেয় না।

আগ্নেয়গিরির মুখে থাকা একটি পাথরে লাভা শীতল হয়ে পাথরের পরিণত হওয়ার সময় সৃষ্ট ক্রিস্টাল চিহ্নিত করেছে পার্সিভিয়ারেন্স রোভার।

“পাথরটি পরবর্তীতে পানির প্রবাহে পরিবর্তিত হয়েছে কয়েকবার। ভবিষ্যতের গবেষকদের জন্য গুপ্তধনের খনির মতো কাজ করবে পাথরটি যা থেকে জেজেরোর অতীত ঘটনা ও তার দিনক্ষণ নির্ধারণ করতে পারবেন গবেষকরা। মঙ্গলের ভূপৃষ্ঠে যখন পানি ছিল সেই সময়টা আরও ভালোভাবে বুঝতে ও গ্রহটির শুরুর দিককার ইতিহাস উন্মোচন করতে পারবেন তারা।”-- মন্তব্য করেছেন পার্সিভিয়ারেন্স প্রকল্পের গবেষক কেন ফারলে।

পাথরটি থেকে নমুনা সংগ্রহ করেছে পার্সিভিয়ারেন্স। আর রোভার থেকে নমুনাগুলো পৃথিবীতে আনতে নতুন মিশনের পরিকল্পনা করছে নাসা। কাজটি জটিল হলেও পৃথিবীর গবেষণাগারে নমুনাগুলো বিশ্লেষণ করতে পারলে তা থেকে মঙ্গল মানব প্রাণ ধারণের উপযোগী কি না, সম্ভবত সে প্রশ্নের উত্তর মিলবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]