773

03/15/2025 করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়াল 

করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়াল 

Raj Times

৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৮

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। বুধবার  বিভাগে নতুন ৮৬ জন শনাক্তের পর এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৩ জন।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার শনাক্ত ৮৬ জনের মধ্যে সর্বোচ্চ ৩৮ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে দুইজন এবং সিরাজগঞ্জে ১৮ জন শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৯৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০৪ জন, নওগাঁয় এক হাজার ১৫৬ জন, নাটোরে ৮৬৭, জয়পুরহাটে ৯৫৯, সিরাজগঞ্জে ১ হাজার ৯৬৬ জন এবং পাবনায় এক হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার বিভাগের বগুড়ায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৬২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৫৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

 

আন্দালীব 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]