11/04/2025 ডিসেম্বরেই জবি ছাত্রদলের কমিটি
        
      রাজটাইমস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১ ০৬:৪৬
      চলতি মাসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা আসছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় নেতাদের আলোচনার জন্য ডেকেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২০ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ডিসেম্বরে কমিটি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের আলোচনার জন্য ডেকেছি। তাদের সঙ্গে কমিটির বিষয়েও আলোচনা হবে। কারা কেন্দ্রে কারা বিশ্ববিদ্যালয়ে থাকবে সেটা নিয়েও কথা হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করতে পারবো।
সর্বশেষ জবি শাখা ছাত্রদলের কমিটি হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। এতে রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়। তারপর থেকে এ পর্যন্ত রফিক-বিপ্লবের কমিটি বহাল ছিল।
গত ১৫ অক্টোবর নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।