7792

09/21/2024 রোববার বাঘার ৩ ইউনিয়নে ভোট

রোববার বাঘার ৩ ইউনিয়নে ভোট

বাঘা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২১ ২২:২১

রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী রোববার অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সের মোবাইল টিম নিয়োগ করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনটি ইউনিয়নে ৩৯ পদে ১২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন।

৩১ ভোটকেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ জন চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন।

বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৪৪ ও নারী ১২ হাজার ২২১ জন।

চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণের সরাঞ্জম শনিবার কেন্দ্রে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]