78

03/14/2025 দু'বছরের শিশুর শরীরে করোনা শনাক্ত

দু'বছরের শিশুর শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২০ ২২:৪৬

রাজশাহী বিভাগে এই প্রথম দুই বছরের শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর মাহিম নামের ওই শিশুর করোনা ধরা পড়ে। মাহিম রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পালশা গ্রামের ইমরানের ছেলে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটিসহ মোট ১১জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৬জন, জেলার দুর্গাপুরে, বাগমারা, চারঘাটে একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জে ও ঈশ্বর্দীতে একজন করে করোনা শনাক্ত হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে বগুড়ার ৭৬ জন, সিরাজগঞ্জের এক জন, পাবনায় ১৬ জন, রাজশাহীতে ১২ জন, নাটোরের দুই জন ও চাঁপাইনবাবগঞ্জে এক জন। তবে বিভাগের অপর দুই জেলা জয়পুরহাট ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]