7824

09/21/2024 ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ২৬ ডিসেম্বর

ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ২৬ ডিসেম্বর

রাজটাইমস ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২১ ০৭:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর বিকাল ৪টা থেকে। ২০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৫২৫ টাকা ২৩ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে ২৪ জানুয়ারির মধ্যে।

এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]