7837

04/04/2025 রাজশাহীর ১৫ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত

রাজশাহীর ১৫ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি

২৭ ডিসেম্বর ২০২১ ০৫:২৬

চতুর্থ ধাপে রাজশাহীর তিন উপজেলা চারঘাট, বাঘা ও দুর্গাপুরের ১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইউনিয়নের কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ করা হয়। এদিকে ভোট শুরুর দেড় ঘণ্টা মাথায় সংঘর্ষ শুরু হয়। এতে মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হন।

তথ্যমতে, চারঘাট উপজেলার ছয় ইউপিতে ২৩ জন, বাঘা উপজেলার তিন ইউপিতে ৯ জন ও দুর্গাপুর উপজেলার ছয় ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এদিকে বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে সদস্য প্রার্থী আখের উদ্দিন ও সোহেল রানার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

আহতরা হলেন মেম্বার প্রার্থী আখের উদ্দিন, তার সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর, লিখন, দেলোয়ার ও প্রিন্সসহ ১০ জন। জানা যায়, কেন্দ্রের বাইরে দুপক্ষে আধাঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুপক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]