03/14/2025 নাব্য সংকটে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরী চলাচল
রাজটাইমস ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬
নাব্যতার সংকটে ৩য় দিনের মত বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল। পদ্মার লৌহজং ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে উজান থেকে নেমে আসা পলিতে চ্যানেলে নাব্য-সংকট তীব্র আকার ধারণ করায় এই নৌপথে ছোট-বড় সব ফেরি এখনও চালু করা সম্ভব হয়নি।
চলমান নাব্য সংকট সমস্যা সমাধানে আরো অল্পকিছুদিন সময় লাগবে বলে জানান বিআইডব্লিউটিএ। তাদের দেয়্ তথ্য মতে, ১৩টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে, তবে নাব্য-সংকট কাটিয়ে উঠতে আরও ৫ থেকে ৬ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ফেরী চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে পরিবহণগুলো। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট ও মাঝারি যানবাহন। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দীর্ঘদিন ধরে ঘাট পারাপারের অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চালকরা। তবে এসব যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানায় বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। তবে এ নৌপথে ট্রলার-স্পিডবোট চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।
চলমান সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত ফেরী চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানান বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম। তিনি জানান, এ নৌপথের চ্যানেলে পানির গভীরতা কম থাকায় রোরো, ঠেলা, কেটাইপ ও ছোটসহ সব ধরনের ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। চ্যানেলের নাব্য-সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত কোনো প্রকার ফেরি চালু করা সম্ভব নয়। খবর-যুগান্তর