7852

04/12/2025 এলজিইডির জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

এলজিইডির জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২১ ০২:১৯

রাজশাহীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার এলজিইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে ভাচুয়লী বক্তব্য রাখেন স্থ’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহা: আব্দুর রশিদ খান।

ভাচুয়লী বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহা: আব্দুর রশিদ খান এলজিইডির বিভিন্ন কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে যথাযথভাবে পৌছে দেয়ার অহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল কাজে স্বচ্ছতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের জাবাবদিহীতা নিশ্চিত করার প্রতি গুরাত্বারোপ করেন।

সভায় ভাচুয়লী ভাবে ৬৩ জেলার নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীবৃন্দ অংশ গ্রহন করেন। সভায় রাজশাহী এলজিইডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো: সানিউল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী উম্মে আফিয়া মৌসুমী। স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মো: রোকনুজ্জামান, পবা উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার সঞ্জয় মোহন সরকার, চারঘাট উপজেলা ইঞ্জিনিয়ার মো: নুরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা ইঞ্জিনিয়ার মো: খলিলুর রহমান, গোদাগাড়ী উপজেলা ইঞ্জিনিয়ার মো: সাদরুল ইসলাম, বাঘা উপজেলা ইঞ্জিনিয়ার রতন কুমার ফৌজদার, পুঠিয়া উপজেলা ইঞ্জিনিয়ার আফরিন রহমান, মোহনপুর উপজেলা ইঞ্জিনিয়ার মোসা: সাবরীণ মাহফুজসহ ঠিকাদার এবং সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com