7856

04/10/2025 রাসিকের পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান

রাসিকের পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২১ ০৪:৩৭

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ওরিয়েন্টেশন সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে ৬০ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে সুরক্ষা সামগ্রী গামবুট, পোষাক ও হ্যান্ড গ্লোভস প্রদান করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশনকে ১০টি রিক্সাভ্যান প্রদান করে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি। সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী মহানগরী বাংলাদেশের মধ্যে পরিচ্ছন্ন নগরী। পরিচ্ছন্ন নগরী রাজশাহীর এ কৃতিত্বের অংশীদার রাসিকের পরিচ্ছন্ন কর্মীদের। পরিচ্ছন্ন নগরীকে বসবাসের উপযোগী করতে কঠিন এ কাজটি করেন পরিচ্ছন্ন কর্মীরা। করোনা পরিস্থিতির মধ্যেও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত ছিল। তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পরিচ্ছন্ন কর্মীদের জীবনমান উন্নয়নে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। করোনা পরিস্থিতিতেও এ সহযোগিতা অব্যাহত ছিল। সারা বিশ^ যখন করোনায় বিপর্যস্ত তখনও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাতধোয়া বুথ স্থাপন, জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান, পরিচ্ছন্ন কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদানসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে ব্র্যাক। ব্র্যাক রাজশাহী সিটি কর্পোরেশন যৌথ আয়োজনে অনেক কর্মসূচি পালন করে থাকে। ব্র্যাকের আর্থ-সামাজিক উন্নয়ন কাজের পাশাপাশি মানবিক সহায়তার নানা উদ্যোগের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রাজশাহী জেলা কো-অর্ডিনেটর ফারজানা পারভীন। অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, প্রোগ্রাম অর্গানাইজার কল্পনা খাতুন, খাদিজা খাতুন, আবু বাক্কার, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]