7875

01/27/2026 ইমো হ্যাকিং চক্রের ৪ প্রতারক গ্রেফতার

ইমো হ্যাকিং চক্রের ৪ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২১ ০৫:১৪

রাজশাহীর বাঘা উপজেলায় ইমো হ্যাকিং চক্রের ৪ জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বিশেষ অভিযান পরিচালনা করে বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে মারুফ হোসেন (২২), জাবেদ আলীর ছেলে মিলন আলী (৩৫), ছিহাব আলীর ছেলে লালন মিয়া (২৫), মৃত আবদুল্লাহর ছেলে ফজল আলীকে (৩৫) গ্রেফতার করা হয়।

এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এলাকায় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। তাদেও কাছ থেকে ৯টি মোবাইল, ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।পরে আটককৃতদের নামে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]