7885

09/20/2024 রাবিতে এম বদরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যম্পিয়ন টিম হাসিবুল আলম

রাবিতে এম বদরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যম্পিয়ন টিম হাসিবুল আলম

রাবি প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২১ ১৪:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব ল ফাইন্ডার্স’ (রুয়ালফ) কর্তৃক আয়োজিত ‘প্রফেসর মো. বদরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২১’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটায়
বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাকর এই ম্যাচে টিম সাদিকুল ইসলামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় টিম হাসিবুল আলম।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল হান্নান, প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম। এ সময় ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার নেন টিম হাসিবুল আলমের সুমন আল মামুন, ম্যান অব দা ফাইনালের এবং সেরা গোলরক্ষকের পুরস্কার নেন একই টিমের যথাক্রমে শিবলাল এবং দীপঙ্কর বর্মণ দীপু।

এ সময় প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. আবদুল হান্নান বলেন, অধ্যাপক বদরউদ্দিন স্যার ছিলেন একজন অত্যন্ত ক্রীড়াপ্রেমী শিক্ষক। তাকে মনে রাখার জন্য এই টুর্নামেন্ট চালু হয়েছে, আশা করি এটি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা যদি ক্রীড়াঙ্গনে এগিয়ে আসে, এক্সট্রাকারিকুলার এক্টিভিটিস যেগুলো আছে পড়াশোনার পাশাপাশি, সেগুলার ব্যাপারে যদি তারা এগিয়ে আসে এবং ভূমিকা রাখে, তাহলে আমরা একটি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় পাব।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, ক্লাসরুমের বাইরে ক্রীড়া হল শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের অন্যতম একটি মাধ্যম। এই ধরণের উদ্যোগকে আমি সব সময় স্বাগত জানাই, এবং আইন বিভাগের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে।

এই সময় বিভাগের পক্ষ থেকে তিনি আয়োজক সংগঠন রুয়ালফকে ধন্যবাদ প্রকাশ করেন এবং আগামী দিনেও গঠনমূলক কর্মসূচীতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে উৎসাহ প্রদান করেন।

গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৫ টি দল। টিম হাসিবুল আলম, টিম মোর্শেদুল ইসলাম, টিম জুলফিকার আহমেদ, টিম সাদিকুল ইসলাম এবং টিম শিবলি ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইনের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ ল ফাইন্ডারস (রুয়ালফ)। দেশের আইনের শিক্ষার্থীদের অন্যতম প্রধান অরাজনৈতিক সংগঠন হিসাবে ইতোমধ্যেই ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা লাভ করেছে সংগঠনটি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]