7887

04/11/2025 বাঘায় বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

বাঘায় বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

লালন উদ্দীন, বাঘা

৩০ ডিসেম্বর ২০২১ ০৫:২১

রাজশাহীর বাঘায় দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে এই পুরুস্কার দেওয়া হয়। মঙ্গলবার সকালে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের বিজয় মঞ্চে পুরুস্কার বিতরণীর অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

বিজ্ঞান মেলায় উপজেলার ৫টি কলেজসহ মোট ৩০টি স্টল অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রথমস্থান অধিকার করে আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের স্টল পরিচালনার দায়িত্বে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী অবণী, মেধা, সচ্ছ, আবু, ফারহান, সিজান, ছানাউল, রাসেল, জয়, শামিম। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক জাহিদ হোসেন ও হাবিবুর রহমান।
মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে কাদিরপুর উচ্চ বিদ্যালয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]