789

09/20/2024 তানোরে ইউএনওর জন্য সশস্ত্র নিরপত্তারক্ষী মোতায়েন

তানোরে ইউএনওর জন্য সশস্ত্র নিরপত্তারক্ষী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, তানোর

৫ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৫

 

তানোর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তায় ১০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের ন্যায় উপজেলাটির ইউএনও সুশান্ত কুমারের সার্বক্ষণিক নিরাপত্তায় তানোর উপজেলা ও জেলা কার্যালয় থেকে এসে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) তানোর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীদের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার সারা দেশের সব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ পরিচালক ফজলে হোসেন রাব্বী বিভাগের আটটি জেলার কমান্ড্যান্টকে একটি নির্দেশনা পাঠান।

এতে প্রত্যেক ইউএনওর জন্য ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশের পর রাজশাহী বিভাগের ৬৬টি উপজেলার ইউএনওদের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একজন পিসি, একজন এপিসি ও আটজন সদস্যসহ মোট ১০ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়।

কাফি/১

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]