790

09/20/2024 চারঘাটে বাঁশ কাটাকে ঘিরে প্রাণ গেলো এক জনের

চারঘাটে বাঁশ কাটাকে ঘিরে প্রাণ গেলো এক জনের

নিজস্ব প্রতিবেদক, চারঘাট

৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৮

 

একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি। এর জেরে মারামারি। আর এতে আহত হয়ে রাজশাহীর চারঘাট উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (৩০)।

শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ।

নিহতের বাড়ি উপজেলার বাকড়া গ্রামে। বাবার নাম জনাব আলী। তার মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

পুলিশ ফরিদুলের চাচাতো ভাই শিবলী আল মেহেদীকে (২৮) গ্রেফতার করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) মনসুর রহমান জানান, শুক্রবার একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে ফরিদুল ইসলামের সঙ্গে তার চাচা মিন্নাত আলী ও তার ছেলে শিবলী আল মেহেদীর কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ফরিদুলকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত ফরিদুলের আরেক চাচা মান্নাত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। তার মা এবং বাবাও এ মামলার আসামি। তারা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাফি/২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]