04/11/2025 ডাক্তার হতে চায় দিশামনি
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২১ ০৬:১১
আফিয়া আহমেদ দিশামনি রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ) হতে- এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে।
দিশামনি দৈনিক সংগ্রাম ও দৈনিক নতুন প্রভাত এর পবা (রাজশাহী) প্রতিনিধি এবং পবা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মেসবাহউল আলম দিনারের প্রথম কন্যা। বড় হয়ে সে একজন আদর্শ ডাক্তার হতে চায়। তিনি সকলের নিকট দোওয়া প্রার্থী।