792

09/17/2024 যুক্তরাষ্ট্র ফেরত পাঠাল ১০১ অবৈধ বাংলাদেশী অভিবাসী

যুক্তরাষ্ট্র ফেরত পাঠাল ১০১ অবৈধ বাংলাদেশী অভিবাসী

রাজটাইমস ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২০

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব ব্যাপকভাবে বিস্তার লাভ করা দেশ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অবৈধ ১০১ বাংলাদেশি অভিবাসী।

শনিবার (০৫ সেপ্টেম্বর) তারা ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।

তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম।

দেশে ফেরা এসব বাংলাদেশী অবৈধভাবে আমেরিকায় পাড়ি জমিয়ে ছিল। তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হন।

দেশটির পক্ষ থেকে তাদের বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগে তাদের বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে রাখা হয়।

অবৈধভাবে পাড়ি জমাতে গিয়ে গ্রেফতার হওয়া এসব অভিবাসীর অধিকাংশই তরুণ। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভেতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নম্বর লেখা ছিল। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]