7932

09/20/2024 শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়

শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়

রাজটাইমস ডেস্ক

১ জানুয়ারী ২০২২ ০৬:২৬

নতুন বছর নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করে। আগের বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে সবাই ভালো কিছুর প্রত্যাশায় থাকেন। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকও নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে সেসব চিন্তা না করে নতুন বছরে কীভাবে ভালো শুরু করা যায়, তা নিয়ে ভাবছেন মুমিনুল। খুব স্বাভাবিক। নতুন বছরের প্রথম দিনেই যে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।

কাল বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ সম্মেলনে নতুন বছর নিয়ে কথা বললেন মুমিনুল। তবে অধিনায়ক স্পষ্ট করেই জানালেন, ২০২২ সালেও যদি বাংলাদেশ দল খারাপ পারফরম্যান্স করে এবং পরের বছর যদি তিনি অধিনায়ক থাকেন, তাহলে তখনো নতুন বছরে ভালো শুরুর কথাই বলবেন। দলের মানসিকতায় কোনো চিড় যেন না ধরে—এ জায়গা থেকে দেখলে মুমিনুলের কথাটা একদম অযৌক্তিক কিছু না।

এ বছরের শেষ ভাগটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। পরিসংখ্যান ২০২১ সালে বাংলাদেশ সবচেয়ে সফল ছিল জানালেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, পাকিস্তানের কাছে টানা দুই সিরিজে হার চোখে বিঁধবে। ৭ টেস্টে মাত্র ১ জয়ও মুমিনুলের দলের পক্ষে কথা বলছে না। অবশ্য টেস্ট সংস্করণে বাংলাদেশের ভোগান্তি নতুন কিছু না। বিদেশের মাটিতে তো তা আরও প্রকট। তবু আগে কী হয়েছে তা ভুলে গিয়ে নতুন বছরে ভালো শুরুর আশায় বুক বাঁধলেন মুমিনুল, ‘আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায়, এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়।’

গত বছরের পারফরম্যান্সে তাকিয়ে মুমিনুলের মন্তব্যের শেষ কথাটি নিয়ে অনেকে আপত্তি তুলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ভাগে এসে পারফরম্যান্স নিচে নেমেছে। এমনকি বছরের মাঝপথেও নিউজিল্যান্ড সফরে ভুগেছে বাংলাদেশ। হারতে হয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা সফরেও গিয়েও ফল পাল্টায়নি। তাই বছরের শুরুটা ভালো হলে যে বাকি পথটাও মসৃণ হয়, এই ধারণা সব সময় সঠিক হয় না।

তবে মুমিনুল নতুন বছর নিয়ে এত ভাবছেন না। টেস্ট মর্যাদা পাওয়ার ২১ বছর পরও বাংলাদেশ অধিনায়ক সরাসরি জয়ের আশা প্রকাশ করতে পারেন না, ছোট ছোট লক্ষ্য তৈরি করে সামনে এগোতে চান, ‘২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কত ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো।’

আর এই ছোট ছোট লক্ষ্য ধরে এ বছর এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ যদি ব্যর্থও হয়, তবু দল নিয়ে ভালো চিন্তাই করবেন মুমিনুল। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সব সময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনোই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]